• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় ৯ জন করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ মে ২০২০, ২২:২১
নওগাঁয় ৯ জন করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন

নওগাঁয় করোনা যুদ্ধে জয়ী হয়ে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল সোমবার (১১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা আক্রান্ত ওই ৯ ব্যক্তিকে ১৪ দিন হোম আইসোলেশনে রেখে চিকিৎসার দেয়া হয়। ১৪ দিন পর প্রত্যেকের নমুনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসে। এরপর তারা পূর্ণ সুস্থ হওয়ায় সোমবার বিকেলে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

করোনা জয়ীরা রানীনগর উপজেলা, আত্রাই উপজেলা, মহাদেবপুর উপজেলা, মান্দা উপজেলার বাসিন্দা। তাদের প্রত্যেককে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে বিদায় জানানো হয়।

ছাড়পত্র পাওয়া করোনা জয়ীরা বলেন, প্রথমে করোনা পজিটিভ হওয়ার খবর শোনার পর খুব ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল আর বোধ হয় বাঁচবো না। কিন্তু গত ১৪ দিন হোম আইসোলেশন থাকার পর আমরা পূর্ণ সুস্থ হয়ে গেছি। সময়মত চিকিৎসা সেবা পেয়েছি। কোনও অসুবিধা হয়নি।

এর আগে রোববার সাপাহার উপজেলার শাহিন নামে করোনা আক্রান্ত এক ব্যক্তি রাজশাহী থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
নওগাঁয় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত
ঈদের দিন বাংলা মদ খেয়ে তিন বন্ধুর মৃত্যু
X
Fresh