ঝালকাঠির রাজাপুরে নতুন করে এক যুবকের (৩৪) শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়ারহাট এলাকার ঢাকাফেরত বাসিন্দা। আইইডিসিআর থেকে গতরাতে নমুনা সংগ্রহের পাঠানো রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে। এ নিয়ে রাজাপুর উপজেলায় তিনজনসহ জেলায় ১৫ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল খায়ের মাহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এই যুবক ঢাকার কাকরাইলের একটি বাড়িতে দারোয়ানের কাজ করতো। গেল চার মে সে জ্বর নিয়ে গ্রামের বাড়িতে আসে। পাঁচ মে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শ মতে বাড়িতে থাকে।
১০ মে রোবববার তিনি বেশি অসুস্থ হলে পুনরায় ওই চিকিৎসকের কাছে যায়। চিকিৎসক তার অবস্থা দেখে নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠায় এবং ওই যুবককে আইসোলোশনে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। ১১ মে সোমবার রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলোশনে থেকে চিকিৎসা নিচ্ছে। যুবকের পরিবারের সংস্পর্শে যারা এসেছে তাদের ও আশেপাশে কয়েকটি ঘর লকডাউন করা হয়েছে।
ঝালকাঠি জেলা এ পর্যন্ত ১০৫জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। জেলায় ৮৭৯ জন হোম কোয়ারেন্টিনে ছিল। তাদের মধ্যে ৭৭৪ জন ছাড়পত্র নিয়ে বেরিয়ে এসেছেন। স্বাস্থ্য বিভাগ ৫৮০ জনের নমুনা পরীক্ষা করেছে। তাদের মধ্যে ৪৯২ জনের রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে ১৪ জনের পজেটিভ এবং ৪৭৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অপেক্ষমাণ ৮৮ জনের রিপোর্ট। ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ১৫ জনের মধ্যে হোম কোয়ারেন্টিনে থেকে পাঁচজন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। দ্বিতীয় ও তৃতীয় দফায় এদের নমুনা পরীক্ষায় এই পাঁচজনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।
এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে জেলাজুড়ে।
জেবি