• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হবিগঞ্জে আরও ১৫ জন করোনায় আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১২ মে ২০২০, ২৩:১৫
হবিগঞ্জে আরও ১৫ জন করোনায় আক্রান্ত
হবিগঞ্জে আরও ১৫ জন করোনায় আক্রান্ত

হবিগঞ্জে গেল ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ১১৭ জন রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন ২৩ জন এবং ১ জন মারা গেছেন।

আজ মঙ্গলবার (১২ মে) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ঢাকা ও সিলেট ল্যাব থেকে দু’দফায় তাদের রিপোর্ট পাঠায়।

এদিকে আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

তিনি জানান, তাদের করোনা নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন সময়ে ঢাকা ও সিলেট করোনা ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে ঢাকা থেকে ১২ জনের ও সিলেট থেকে ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে রয়েছে সদর উপজেলায় ২ জন, লাখাইয়ে ১ জন আজমিরীগঞ্জে ৫ জন, নবীগঞ্জে ৫ জন ও চুনারুঘাট ২ জন। আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী এবং তাদের বয়স ১৪ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে বলে ডেপুটি সিভিল সার্জন জানিয়েছেন।