• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কালীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০২০, ১৫:৫৩
Don't die Jhenaidah
ছবি সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে শ্বশুরবাড়িতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা থেকে আগত শুকুর আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছিল। এছাড়াও তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

মৃত ব্যক্তি উপজেলার চাপরাইল ঘোপপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকাতে একটি মার্কেটের নৈশপ্রহরীর চাকরি করতেন।

কাশিপুর গ্রামের মৃত ব্যক্তির শ্যালকের ছেলে সবুজ হোসেন জানান, বুধবার রাতে তিনি ঢাকা থেকে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তাদের বাসায় আসেন। তিনি আগে থেকেই ডায়াবেটিস রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে যশোরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি রাতেই মারা যান। সকালে কালীগঞ্জ হাসপাতাল থেকে কয়েকজন এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
গণপিটুনিতে ২ জনের মৃত্যু
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
X
Fresh