• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কিশোরগঞ্জে প্রথম বারের মতো শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ মে ২০২০, ১৬:৪৪
This year, Eid Jamaat will be closed in all open fields of the district including Sholakia Eidgah in Kishoreganj
কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠ। ফাইল ছবি

এ বছর করোনাভাইরাসের কারণে কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহে দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী।

তিনি জানান, বৃহস্পতিবার (১৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই বছর কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহসহ জেলার সকল খোলা মাঠে ঈদের জামাত বন্ধ থাকবে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের পূর্বপাশে নরসুন্দা নদীর তীরে প্রায় ছয় একর জমির ওপর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের অবস্থান। প্রায় ২৫০ বছরের পুরনো এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন শহরের হয়বতনগরের তৎকালীন জমিদার দেওয়ান মান্নান দাদ খান।

শোলাকিয়া ঈদগাহ মাঠ প্রতিষ্ঠার পর এই প্রথম ঈদের জামাত বন্ধ থাকবে। প্রতিবছর দেশ ও বিদেশ থেকে আশা চার লাখের বেশি মুসল্লি এই মাঠ ও আশপাশের রাস্তাঘাটে নামাজ আদায় করেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh