• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে মারা যাওয়া পুলিশ সদস্য করোনায় আক্রান্ত ছিলেন

ইউএনবি

  ১৬ মে ২০২০, ২২:৫৩
Coronavirus
কনস্টেবল মো. নইমুল হক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবলের মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় শনিবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে জেনারেল হাসপাতালে গত শুক্রবার মারা যাওয়া কনস্টেবল মো. নইমুল হক (৩৮) সিএমপির ট্রাফিক বিভাগের (বন্দর বিভাগ) কাজ করতেন।

সিএমপি কমিশনার মাহবুবুর রহমান বলেন, করোনাভাইরাসের লক্ষণসহ কনস্টেবল নইমুলকে বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ওইদিন দুপুর ১টার দিকে মারা যান তিনি।

পরে ওই পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

সিএমপি কমিশনার আরও জানান, শুক্রবার দিবাগত রাতে চট্গ্রামের দামপাড়া পুলিশ লাইনে নামাজ-ই-জানাজার শেষে নইমুলকে কুমিল্লায় তার গ্রামের বাড়িতে দাফন করেছেন পুলিশ সদস্যরা।

কনস্টেবল নইমুল স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।

শনিবার পর্যন্ত ২ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসতে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ৩৬১ জন এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়েছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh