• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নির্দেশনা অমান্য করে নিউ মার্কেটে কেনা-বেচা, ৭৬ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০২০, ১৬:২৭
Buying and selling New Market violation instructions fine
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আরটিভি অনলাইন

চুয়াডাঙ্গায় সরকারি নির্দেশনা অমান্য করে মার্কেট খোলা রেখে পণ্য কেনা-বেচার অভিযোগে ২৪ জন ক্রেতা-বিক্রেতাকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে শহরের নিউ মার্কেটে এ অভিযান চালানো হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ১৫ মে থেকে করোনার সংক্রমণ রোধে জেলার সকল মার্কেট ও শপিং মল বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু এ নির্দেশনা অমান্য করে শহরের নিউ মার্কেটের ব্যবসায়ীরা ভোর থেকে গোপনে ব্যবসার কার্যক্রম চালিয়ে যাচ্ছে- এমন খবরের ভিত্তিতে সোমবার সকাল থেকে নিউ মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।

অভিযানে মার্কেটের দোকানগুলো বাইরে থেকে তালাবদ্ধ রেখে ভিতরে পণ্য কেনাবেচার প্রমাণ মেলে। এই অভিযোগে ২৪ জন ক্রেতা-বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, হাবিবুর রহমান ও ফিরোজ হোসেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত (ভিডিও)
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
X
Fresh