• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সরকারি সিদ্ধান্তকে কটাক্ষ করায় ৪ শিক্ষক বরখাস্ত

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ মে ২০২০, ২০:৪৫
4 teachers fired mocking government decision
রাজশাহী

রাজশাহীর বাগমারায় সরকারি সিদ্ধান্তকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৮ মে) জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম স্বাক্ষরিত বরখাস্তের চিঠি ওই চার শিক্ষকের হাতে পৌঁছেছে।

বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন সহকারী শিক্ষক আয়নুল হক, মোজাফফর হোসেন, গোলাম মোস্তফা ও রেজাউল করিম ওরফে সুইট। তারা সবাই উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

জানা যায়, করোনাভাইরাস পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের প্রস্তুত করা সুবিধাভোগীদের তালিকা শিক্ষকদের যাচাই-বাছাই করার নির্দেশনা দেয় মন্ত্রণালয়। সংশ্লিষ্ট এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই দায়িত্ব পালন করতে বলা হয়। সে অনুযায়ী গত ১২ মে বাগমারার ইউএনও শিক্ষা অফিসের মাধ্যমে তালিকাগুলো সংশ্লিষ্ট এলাকার শিক্ষকদের কাছে পৌঁছে দেন।