• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভৈরবে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ভৈরব প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ মে ২০২০, ১২:৪৯
Corona virus simtoms businessman died
ভৈরব

কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের এলাকায় আরও এক ব্যবসায়ীর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। তার নাম জানে আলম মোল্লা। তিনি একজন সবজি ব্যবসায়ী ছিলেন।

এর আগে মারা যাওয়া মাছ ব্যবসায়ী অমিয় দাসের দেহে করোনা পজিটিভ এসেছে।

জানা গেছে, পৌর শহরের চন্ডিবের এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা জানে আলম মোল্লা বেশ কয়েক দিন যাবত জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় তিনি মারা যান।

খবর পেয়ে উপজেলা প্রশাসন মৃতের দেহ থেকে নমুনা সংগ্রহ করেন। একই সঙ্গে তার বাড়ি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও স্বাস্থ্য বিধি মেনে রাতেই মৃত ব্যবসায়ীর দাফন সম্পন্ন করে একটি স্বেচ্ছাসেবক টিম।

এদিকে, ৫ দিনের ব্যবধানে গ্রামে দুই ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া অমিয় দাসের করোনার রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, দিন দিন ভৈরবের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এর মধ্যে ৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাই, সামাজিক দূরত্বের কোনও বিকল্প নেই।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh