• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হাতিয়ায় বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

হাতিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ মে ২০২০, ১৬:৪৫
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে হাতিয়ায় বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে চারটি ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

আজ বুধবার (২০ মে) দুপরের পর থেকে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নদীর তীরবর্তী চারটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার সূখচর, নলচিরা, চরঈশ্বর ও নিঝুমদ্বীপের নদীর তীরে বেড়িবাঁধ ভেঙে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। দুপুর ১টার পর থেকে এসব এলাকা জোয়রের পানিতে প্লাবিত হতে থাকে। তবে গত বছর বর্ষা মৌসুমে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত না করায় খুব সহজে জোয়ারের পানিতে এসব এলাকা প্লাবিত হয়ে যায়।

চরঈশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ উদ্দিন জানান, বাঁধে বাইরে এবং ভেতরে প্রায় ৫ শতাধিক পরিবারে ঘরবাড়ী একেবারে জোয়ারের পানিতে বেসে যায়। দ্রুত এসব বেড়িবাঁধ মেরামত করা না হলে কয়েকদিন পর আবার প্লাবিত হবে।

এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, বেড়িবাঁধ ছিড়ে প্লাবিত এলাকার লোকজনকে দ্রুত আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh