• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঘূর্ণিঝড় আম্পান: সন্দ্বীপে জোয়ারে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ মে ২০২০, ১৮:২২
A young man drowned in the tide of Sandwip
ছবিঃ সংগ্রহীত

চট্টগ্রামের সন্দ্বীপে ঘূর্ণিঝড় আম্পানের জোয়ারের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে সন্দ্বীপ পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের নদীর তীরে এই ঘটনা ঘটে।

মৃত্যু যুবকের নাম মো. সালাউদ্দিন (১৮) । তিনি পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের হোনাজীর বাড়ির আবুল কাশেমের ছেলে।

জানা যায়, নিহত যুবক সালাউদ্দিন সন্দ্বীপে জেগে উঠা নতুন চরে গবাদিপশুর জন্য উড়কি ঘাস কাটতে যায়। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জোয়ারের পানি ও স্রোত অতি বৃদ্ধি পাওয়ায় সালাউদ্দিনকে ভাসিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের প্রতিবেশী অপু ইব্রাহিম নামে এক ব্যক্তি বলেন, সাগরে খুব স্রোত ছিল যার কারণে সালাউদ্দিনকে ভাসিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা বলেন, এরকম কোন ঘটনা আমার জানা নেই।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্দ্বীপে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ 
সন্দ্বীপে বিদেশি মদসহ অটোরিকশাচালক গ্রেপ্তার 
সন্দ্বীপে রাতের আঁধারে কাটা হচ্ছে খাসজমির মাটি 
সন্দ্বীপে যাত্রী বোটে ডাকাতি
X
Fresh