• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

শরণখোলায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৩ গ্রাম প্লাবিত

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ মে ২০২০, ২৩:০৪

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বাগেহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কিছু অংশ ভেঙে ৩টি গ্রাম প্লাবিত হয়েছে।

বুধবার (২০ মে) রাতে বলেশ্বর নদীর পানির চাপে বগি এলাকার এই বাঁধ ভেঙে যায় বলে শরণখোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তাফা শাহীন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডেও ৩৫/১ হোল্ডারের ঝুঁকিপূর্ণ কিছু অংশ ভেঙে গেছে। আর কিছু অংশের উপর দিয়ে পানি পড়ছে। এতে ৩টি গ্রাম প্লাবিত হয়েছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান বলেন, বেড়িবাঁধ ভাঙার খবর তিনি শুনেছেন। তবে এখনও কোনও সূত্র থেকে তিনি নিশ্চিত হতে পারেননি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh