• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঝালকাঠিতে নদীর বেড়ি বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ মে ২০২০, ১৩:২৫
Ampan Barisal suffering
ছবি সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বিষখালি নদীর বেড়ি বাঁধ ভেঙে যাওয়ায় ২০টি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষখালী নদীর পানি চার থেকে পাঁচ ফুট বৃদ্ধি পাওয়ায় অনেক বাড়ি ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও বহু স্থাপনা ভেঙে গেছে। উপরে পড়েছে বহু গাছপালা ও বিদ্যুতের খুটি।

বিষখালী নদীর পাঁচ কিলোমিটার ভেড়িবাঁধ ভেঙে যাওয়ায় কাঁঠালিয়া, আউরা, জয়খালী, চিংড়াখালী, বড়কাঁঠালিয়া, আওরাবুনিয়া, রগুয়ারচরসহ কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

এতে শতশত একর জমির ফসল, জলাশয়ের মাছ ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রামাঞ্চলের অনেক স্থানের কাঁচা সংযোগ রাস্তা ভেঙে বিভিন্ন বাড়ি ও এলাকার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।