• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিলেটে নতুন করে ২২ জন করোনায় আক্রান্ত

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ মে ২০২০, ১৪:৩৮
Corona is affected by Sylhet
ছবি সংগৃহীত

সিলেটে নতুন করে আরও ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এই ২২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা।

এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বুধবার ওসমানী মেডিকেল কলেজে মোট ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ২২টি পজেটিভ আসে।

যাদের পজেটিভ এসেছে তারা সকলেই সিলেট জেলার বাসিন্দা। জানা যায়, বুধবার ওসমানী হাসপাতালে শনাক্ত হওয়ারা সিলেট নগরী, কানাইঘাট, গোলাপগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মোট ৪৭১ জনের করোনা শনাক্ত হলো। আর সিলেট জেলায় শনাক্ত হয়েছে ২০৭ জনের। এদিকে বুধবার প্রথমবারের মতো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে এখন পর্যন্ত এই পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্রোপচারে বের হলো পায়ুপথে ঢুকে পড়া কুঁচিয়া
সিলেট টেস্টে সাফল্যের রহস্য উন্মোচন করলেন ডি সিলভা
সিলেট টেস্টসহ টিভিতে আজকের খেলা
দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে যা বললেন মিরাজ
X
Fresh