• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২১ মে ২০২০, ২৩:৪৮
Coronavirus
ফাইল ছবি

শরীয়তপুরে নতুন করে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় জেলা স্বাস্থ্য বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।

নতুন করে আক্রান্তরা হলেন নড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডে একজন, ৮নং ওয়ার্ডে একজন ও দক্ষিণ লোনসিং একজন। এ ছাড়া শরীয়তপুর সদর পৌরসভা একজন, সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের একজন, জাজিরা উপজেলার ইউনিয়নে একজন ও সেনের চর ইউনিয়নে একজন। এর মধ্যে একজন নারী ও ছয় জন পুরুষ রয়েছেন।

এছাড়া শরীয়তপুর সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে সন্দেহভাজন চারজনকে রাখা হয়েছে। এদিকে জেলার করোনায় আক্রান্তদের ৮০ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। এদের জেলা-উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

শরীয়তপুর জেলা স্বাস্থ্য অধিদপ্তরের করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ফোকাল পার্সন ডা. মো. আবদুর রশিদ জানান, শরীয়তপুরের নতুন করে আক্রান্তদের ৭ জনই ঢাকা নারায়ণগঞ্জসহ বিভিন্ন আক্রান্ত জেলা থেকে শরীয়তপুরে এসেছেন।

এছাড়া সুস্থ হয়ে যারা বাড়ি ফিরেছেন তারা ব্যতীত অন্য যারা রয়েছেন তাদের সবাইকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত চিকিৎসা প্রদান ও নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh