• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই ছাত্রলীগ নেতা 

স্টাফ রিপোর্টার, সিলেট

  ২২ মে ২০২০, ২২:৩৩
Two BCL leaders caught stealing

সিলেট নগরী থেকে একটি প্রাইভেটকার চুরির ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাইভেটকার চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ তুহিন ও ছাত্রলীগ নেতা রুহেন। এ সময় তাদের কাছ থেকে ৯০ মডেলের একটি প্রাইভেট কার উদ্ধার করে পুলিশ।

নগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসাইন জানান, শুক্রবার ভোরে তুহিন ও তার সহযোগী নগরীর বনকলাপাড়া ৫২ নং বাসার আছিয়া বেগম নামে এক নারীর প্রাইভেটকার চুরি করে নিয়ে যাচ্ছিলো। এ সময় ওই নারী বিষয়টি টের পেয়ে থানায় ফোন করেন।

খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জালালাবাদ থানা পুলিশের সহযোগিতায় প্রাইভেটকারসহ দুজনকে আটক করে।

তিনি জানান, আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের সামনে চেকপোস্টে পুলিশ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি শাহাদাৎ।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কমিটি বিলুপ্ত
নৌকা বাদ দিলেও ভোট চুরির প্রকল্প থেকে সরেনি সরকার: আমীর খসরু
লক্ষ্মীপুরে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু 
X
Fresh