• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে করোনাভাইরাসে পুলিশ সদস্যের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০২০, ১৬:২৪
করোনা রাজশাহী  মৃত্যু
ছবি সংগৃহীত

এই প্রথম রাজশাহীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোশারফ হোসেন (৫৭) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি রাজশাহীর আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) সুবেদার পদমর্যাদার কর্মরত ছিলেন। তার অফিশিয়াল পদবী এসআই সশস্ত্র। তিনি ডেপুটেশনে নওগাঁয় কর্মরত ছিলেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। পরে পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ১৭ মে মোশারফ নওগাঁ থাকাকালীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করা হয়। সেই দিনই তিনি ছুটিতে রাজশাহীর চণ্ডিপুরে তার ভাড়া বাসায় চলে আসেন। বৃহস্পতিবার তার করোনা ফলাফল পজিটিভ আসায় শুক্রবার বিকেলে তাকে করোনা আইসোলেশন ইউনিট রাজশাহীর মিশন হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, করোনা ফলাফল পজিটিভ আসায় শুক্রবার প্রথমে তিনি পুলিশ লাইন হাসপাতালে যান। বিকেল সাড়ে পাঁচটায় তিনি মিশন হাসপাতালে ভর্তি হন। এরপর রাত ১১টায় তিনি মারা যান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
X
Fresh