• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঠাকুরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

  ২৯ মে ২০২০, ১৮:২১
Corona virus symptoms died
ফাইল ছবি

করোনা উপসর্গ নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। পরে তাদের দু’জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন।

তিনি জানান, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের আব্দুল জলিল (২৩) এবং সদর উপজেলার আউলিয়াপুর ইউপির কচুবাড়ি গ্রামের রানী (২২) করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের দু’জনেরই জ্বর ও শ্বাসকষ্ট ছিল।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জন। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
গণপিটুনিতে ২ জনের মৃত্যু
X
Fresh