• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৬৬ দিন পর পঞ্চগড়-ঢাকা রুটে চালু হলো ট্রেন

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০২০, ১৫:১২
train started running Panchagarh-Dhaka route
পঞ্চগড়-ঢাকা রুটে চালু হলো ট্রেন

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস চালু হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে বারোটায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনের যাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ওঠানো হয়। এর আগে ট্রেনের সবগুলো কোচ জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিষ্কার করা হয়।

এদিকে স্টেশনের টিকিট কাউন্টারে টিকিট বিক্রি না করে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রি করায় অনেক যাত্রী বিপাকে পড়েছেন। তবে অনেক যাত্রী বলছেন, অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করায় টিকিট কালোবাজারি রোধ করা সম্ভব হয়েছে।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন মাষ্টার মোশারফ হোসেন জানান, পঞ্চগড় থেকে ঢাকা রুটে তিনটি, পঞ্চগড়-জয়পুরহাট ও পঞ্চগড়-পার্বতী রুটে ২টিসহ মোট ছয়টি ট্রেন নিয়মিত চলাচল করলেও বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র পঞ্চগড়-ঢাকা রুটে একটি ট্রেন চালু করা হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh