• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১৪৩ জন যাত্রী নিয়ে সিলেট ছাড়লো ট্রেন

সিলেট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০২০, ১৫:৫৯
The train left Sylhet with 143 passengers
ফাইল ছবি

দীর্ঘ ৬৮ দিন পর সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেন।

১৪৩ জন যাত্রী নিয়ে আজ রোববার (৩১ মে) ভোর ৬টা ১৫ মিনিটে সিলেট প্লাটফর্ম ছাড়ে কালনি এক্সপ্রেসের আন্তঃনগর ট্রেনটি।

স্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান আরটিভি অনলাইনকে জানান, ভোর ৬টা ১৫ মিনিটে সিলেট প্লাটফর্ম থেকে কালনি এক্সপ্রেসের আন্তঃনগর ট্রেনটি ১৪ কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে ১৪৩ জন যাত্রী ছিলেন। স্টেশনে ঢুকার আগে থার্মাল স্ক্যানার দিয়ে প্রত্যেক যাত্রীর শরীরের তাপমাত্রা মেপে তারপরে স্টেশনে ঢুকতে এবং ট্রেনে উঠতে দেয়া হয়।

তিনি বলেন, প্রত্যেক যাত্রীই স্বাস্থ্যবিধি মেনে সরকারি নিয়ম মোতাবেক টিকিট কেটে শারীরিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ আসনে বসেন। ট্রেনটি যাত্রাপথে আরও ৪টি স্টেশনে থামবে এবং এই স্টেশনগুলোতে একইভাবে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী উঠা-নামা করানো হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh