• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০২০, ১৯:২৩
Pirojpur best Barisal board
ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বোর্ডের অধীন ছয়টি জেলার মধ্যে উত্তীর্ণের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলা থেকে ৮৩ দশমিক ৯৮ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সবচেয়ে কম উত্তীর্ণ হয়েছে ভোলা জেলায়, ৭৬ দশমিক ১৮ শতাংশ।

রোববার (৩১ মে) দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন স্বাক্ষরিত ফলাফল তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

পিরোজপুরের সাতটি উপজেলার ২৪৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় ১৩ হাজার ২৫৯ জন অংশ নিয়েছিল। এর মধ্যে ১১ হাজার ১৩৫ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ ছাত্রের সংখ্যা পাঁচ হাজার ২৭ জন ও ছাত্রীর সংখ্যা ছয় হাজার ১০৮ জন। নয়টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

পটুয়াখালীতে উত্তীর্ণের হার ৮৩ দশমিক ২০ শতাংশ, বরগুনায় ৮৩ দশমিক ১৪ শতাংশ, বরিশালে ৭৬ দশমিক ৭৪ শতাংশ ও ঝালকাঠি জেলায় ৭৯ দশমিক ৫৫ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ বছর ফলাফল প্রকাশ করতে বিলম্ব হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
সেফটি ট্যাংক থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
এসএসসির ফল কবে, জানাল বোর্ড
বাংলাদেশ রেলওয়েতে বিশাল নিয়োগ, এসএসসি পাসেও আবেদন
X
Fresh