• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে পুলিশসহ আরও ২০ জন করোনায় আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০১ জুন ২০২০, ১০:০৭
Coronavirus
ছবি সংগৃহীত

হবিগঞ্জে গেল ২৪ ঘণ্টায় পুলিশ, স্বাস্থ্য কর্মীসহ আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় ১৯২ জন রোগী শনাক্ত করা হয়েছে।

গতকাল রোববার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের নিকট সিলেট ল্যাব থেকে তাদের রিপোর্ট পাঠায়। আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

তিনি জানান, তাদের করোনা নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন সময়ে সিলেটের ল্যাবে পাঠানো হয়েছিল। রোববার রাত সাড়ে ১০টার দিকে তাদের রিপোর্ট পাওয়া গেছে।

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে বাহুবলে আটজন, চুনারুঘাটে চারজন, সদরে চারজন, আজমিরীগঞ্জে দুইজন, নবীগঞ্জে ও লাখাইয়ে একজন করে রয়েছেন। তাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে।

উল্লেখ্য জেলায় এ পর্যন্ত ১৯২ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৮৭ জন এবং মৃত্যুবরণ করেছেন একজন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
X
Fresh