• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ায় আরও ৩৫ জন করোনায় আক্রান্ত

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ জুন ২০২০, ১০:৪৪
coronavirus
ছবি সংগৃহীত

বগুড়ায় নতুন করে আরও ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার এই তথ্য জানা যায়। এর মধ্যে দিয়ে

জেলায় আক্রান্তের সংখ্যা মোট ৩৯২ জনে পৌঁছল। এর মধ্যে ২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মারা গেছেন একজন।

সোমবার নতুন শনাক্ত ৩৫ জনের মধ্যে মধ্যে ২৬ জন পুরুষ, আটজন নারী ও এক শিশু করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার রাত সাড়ে নয়টায় পাওয়া ফলাফলে জানা যায়, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয় । যার মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ এবং বেসরকারি টিএমএসএস হাসপাতালে ২০ টি নমুনা পরীক্ষা করে সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বগুড়া জেলার নতুন শনাক্ত ৩৫ জনের মধ্যে বগুড়া ২০ জন, সারিয়াকান্দির ছয়জন, শাজাহানপুরের চারজন, গাবতলী দুইজন, কাহালু, নন্দীগ্রাম ও শেরপুরে একজন করে রোগী রয়েছেন।

বগুড়া সদরের মধ্যে জলেশ্বরীতলা, মালতীনগর, নারুলী, সাবগ্রাম, কলোনি, আটাপাড়া, হাকির মোড়, শিববাটি ও সুত্রাপুর ও মালগ্ৰাম এলাকায় নতুন রোগী শনাক্ত হয়েছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সোমবার রাতে পাওয়া সর্বশেষ ফলাফল পর্যন্ত বগুড়া জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৯২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন, মারা গেছেন একজন। চিকিৎসাধীন রয়েছেন ৩৭০ জন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় হিট স্ট্রোকে নারীর মৃত্যু
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
থানায় ঢুকে পুলিশকে মারপিট, আসামি ছিনতাইয়ের চেষ্টা 
X
Fresh