• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

করোনা জয়ী তিন ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভেচ্ছা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ জুন ২০২০, ১৫:০৫
করোনা চুযাডাঙ্গা ম্যাজিস্ট্রেট
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গায় করোনা জয়ী তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। করোনা শনাক্তের ১৯ দিন পর সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মনিরা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনা জয়ী ম্যাজিস্ট্রেটরা হলেন-শিবানী সরকার, আমজাদ হোসেন খাইরুল ইসলাম।

প্রসঙ্গত, গত ১৪ মে তাদের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে। ১৬ মে নমুনা পরীক্ষায় তারা করোনা শনাক্ত হন। ২৮ মে নমুনা পুনপরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ আসে। পরে ১৯ দিন পর সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দেন তারা। পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন মারা গেছেন একজন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি
৪৬তম বিসিএসের প্রিলির জন্য ১০৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি
X
Fresh