• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পটুয়াখালীতে আরও ৭ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ০২ জুন ২০২০, ১৮:৫৫
In Patuakhali, 6 more people were infected with corona, 1 died
ফাইল ছবি

পটুয়াখালীতে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় নতুন আরও সাতজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় চারজন, দশমিনায় একজন, বাউফলে একজন এবং গলাচিপায় একজন রয়েছেন। এদের মধ্যে গলাচিপার আক্রান্ত মনিরা বেগম (৩৫) সোমবার সন্ধ্যায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

মনিরা বেগম গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের মো. শফিক হাওলাদারের স্ত্রী। এ নিয়ে পটুয়াখালী জেলায় ৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

পটুয়াখালীর সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা যায়, এ জেলায় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন আরও সাতজনসহ মোট ৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন মারা গেছেন। এদের মধ্যে বাউফল, দুমকি, গলাচিপা ও পটুয়াখালী সদর উপজেলায় একজন করে মারা যায়। এছাড়া করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছেন ২৬ জন এবং ৩৪ জন বিভিন্ন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১৭ জন, বাউফলে ১০ জন, দুমকিতে ২ জন, কলাপাড়ায় ২ জন, মির্জাগঞ্জে ২ জন এবং দশমিনায় ১ জন আক্রান্ত রয়েছে।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপন জানান, আগের চেয়ে নমুনা সংগ্রহ বেড়ে যাওয়ার কারণে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। পটুয়াখালী জেলায় এ পর্যন্ত ৬৪ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে চারজন মারা গেছেন, সুস্থ হয়েছেন ২৬ জন এবং বর্তমানে আক্রান্ত রয়েছে ৩৪ জন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতন ও সতর্ক থাকলেই সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh