• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভৈরবে দুই দিনে করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু

ভৈরব প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ জুন ২০২০, ১৫:০৩
করোনা ভৈরব মৃত্যু
ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল দিনে-রাতে এই পাঁচজনের মৃত্যু হয়। তাদের সবার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

মৃত ব্যক্তিদের সবার বয়স ৫০ বছরের উপড়ে। তারা বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। মৃত ব্যক্তিদের বাড়ি পৌর শহরের বিভিন্ন গ্রামে। এই তথ্য নিশ্চিত করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. বুলবুল আহমেদ।

তিনি আরও জানান, গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ১৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও উপজেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। দিন দিন ভৈরবের অবস্থা অবনতি হওয়ার কারণে চারদিকে আতঙ্ক বিরাজ করছে। তাছাড়া মৃত পাঁচজনকেই স্বাস্থ্যবিধি মেনে ভৈরবের তরুণ আলেমদের নিয়ে দাফন হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
বিকেএসপির খেলোয়াড়দের স্বাস্থ্যবীমা দেবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স
X
Fresh