পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের ব্যক্তিগত কর্মকর্তা হাদিস মীরকে বিভিন্ন দপ্তরের সিলসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার বাড়ি সড়কের একটি বাসা থেকে ঢাকার একটি গোয়েন্দা পুলিশের দল তাকে আটক করে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্প্রতি হাদিস মীরের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল অর্থের মালিক হওয়াসহ টিআর কাবিখা আত্মসাতের অভিযোগ ওঠে। সর্বশেষ নিজ গ্রাম সদর উপজেলার সাপানিয়ায় জমি সংক্রান্ত বিরোধে এক দম্পতিকে মারধর করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি উল্টো মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করিয়ে কারাগারে পাঠানোরও অভিযোগ রয়েছে।
জেবি