র‌্যাব সেজে প্রতারণা, র‌্যাবের হাতে গ্রেপ্তার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারি ২০২১ , ০৮:০৭ পিএম


RAB,cheating, arrest, hand
র‌্যাব সেজে প্রতারণা, র‌্যাবের হাতে গ্রেপ্তার

আজিম উদ্দিনের (৫১) শরীরে র‌্যাবের জ্যাকেট হাতে ওয়াকিটকি। তিনি র‌্যাবের কর্মকর্তা হিসেবে গ্রামের সকলের কাছে পরিচিত। র‌্যাব সেজে মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন আজিম উদ্দিন। চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের ফটিকছড়ির আজালী বাজারস্থ ধর্মপুর সাকিনস্থ মুন্দার বাড়ির মৃত গোলাম রহমানের ছেলে আজিম উদ্দিন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে মুশফিকুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় চাকরি দেওয়ার নামে প্রতারণা বেড়েছে। প্রতারকচক্রের সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের চাকরি দেওয়ার নামে অভিনব কায়দায় লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। এসকল প্রতারকরা ফাঁদ হিসেবে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছেন। র‌্যাব-১’র একটি দল দীর্ঘদিন যাবৎ এ চক্রকে গ্রেপ্তারেরলক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করেছে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে র‌্যাব-১’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর বিমানবন্দর থানাধীন উত্তরা ১ নম্বর সেক্টর এলাকায় সাধারণ মানুষকে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। পরে র‌্যাবের দল রাজধানীর বিমানবন্দর থানার উত্তরার ফুড ডিলেজ এন্ড বিরিয়ানি হাউজ নামক রেস্টুরেন্টের সামনে থেকে প্রতারক আজিম উদ্দিনকে গ্রেফতার করে।

এ সময় আজিমের কাছ থেকে ১টি ওয়াকিটকি সেট, ১টি ভুয়া র‌্যাবের জ্যাকেট, ১ জোড়া হাতকড়া, ৩টি বাংলাদেশি পাসপোর্ট, ২টি মোবাইল ফোন, ১টি ব্যাগ, ১টি চাবি, ৪টি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সিল এবং প্রতারণার কাজে ব্যবহৃত কাগজপত্রসহ ২টি ফাইল উদ্ধার করা হয়।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission