পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ে অনলাইন প্লাটফর্মে অপপ্রচার ও ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর দায়ে একজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তার নাম রাসেল সরদার রাজ (২১)। মঙ্গলবার (১২ এপ্রিল) রমনা থানাধীন বেইলি রোড থেকে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়।
ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা জানান, আসামি ফেক আইডি থেকে পহেলা বৈশাখ পালন করা বিদাত। পহেলা বৈশাখের অনুষ্ঠানে গেলে খবর আছে। অনুষ্ঠানে বোমাহামলা হতে পারে, এক সময় রমনা বটমূলের কথা সবার মনে আছে। নিজের জীবন বড় না পহেলা বৈশাখ বড়- এমন নানা নেতিবাচক কথা লিখে উগ্র প্রচারণা চালিয়ে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উগ্র মতবাদপুষ্ট পোস্ট ও ভিডিও দেখে রেডিক্যালাইজড হয়ে ফেসবুকে ফেইক আইডি খুলে ‘গাজওয়াতুল হিন্দ’ নামক ধর্মীয় উগ্র মতবাদী সংগঠনে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করে পোস্ট দেয় অভিযুক্ত। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে।