রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় ফুটওভার ব্রিজ থেকে পড়ে মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আবুল খায়ের। বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি সিদ্ধিরগঞ্জ সিমরাইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। রোববার (৩১ জুলাই) এ তথ্য জানিয়েছে যাত্রাবাড়ী থানার পুলিশ। এর আগে শুক্রবার আবুল খায়েরকে ওই ফুটওভার ব্রিজের নিচ থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন আবদুল আলিমসহ ১২ জন পথচারী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের তারা জানান, আবুল খায়ের সাইনবোর্ড ফুট ওভারব্রিজের ওপর থেকে নিচে পড়ে গিয়েছিলেন। প্রথমে তারা ৯৯৯ কথা বলে পরে সবাই মিলে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার (৩০ জুলাই) দুপুর ৩টায় নিহতের স্ত্রী রোকেয়া বেগম ঢামেকে গিয়ে মরদেহ তার স্বামীর বলে শনাক্ত করেন এবং পুলিশকে জানান।
রোকেয়া বেগম সাংবাদিকদের বলেন, আমার স্বামী আবুল খায়ের শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ সিমরাইল ভাড়া বাসা থেকে দুপুরে বের হয়েছিলেন। তিনি বাসায় ফেরেননি। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও তার খোঁজ পাইনি। রাতে ফেসবুকে ছবি দেখে মেডিকেলে এসে আমার স্বামীর লাশ শনাক্ত করি।
তিনি আরও বলেন, আমার স্বামী সিদ্ধিরগঞ্জ শিমরাই ড্যানিশ কনডেন্স মিল্কের ফ্যাক্টরিতে কাজ করতেন। প্রায় ৩ বছর হলো তিনি অবসরে গেছেন। এখন তিনি বাসায় বসেই থাকতেন। আমরা শুনেছি সে ফুট ওভারব্রিজ থেকে নিচ পড়ে যান। কিন্তু ব্রিজ থেকে পড়লে আমার স্বামীর মাথা, হাত-পা ভেঙে যাওয়ার কথা। কিন্তু মনে হয় আমার স্বামী শুয়ে আছে। আমি কাউকে দোষারোপ করব না। আল্লাহ পাকের কাছে বিচার চাইব। মৃত আবুল খায়েরের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার সিলেদি গ্রামে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ তার স্ত্রীর শনাক্ত শেষে ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন। তাদের কোনো আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।