ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের (এনএফএল) নতুন চেয়ারম্যান শরিফ জহির এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মারুফ আক্তার মান্নান।
আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার (৬ জুন) এনএফএল’র ২০৭তম পরিচালক পরর্ষদ সভায় তাদের নির্বাচিত করা হয়।
সভায় অন্যান্য পরিচালকবৃন্দদের মধ্যে আসিফ জহির, আরিফা কবির, ইয়াওয়ার সাইদ, ফাহিমা মান্নানসহ ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা আহমেদ খান ও কোম্পানি সেক্রেটারি পুলক চৌধুরী উপস্থিত ছিলেন।
সভার শেষে নবনির্বাচিত চেয়ারম্যন ও ভাইস-চেয়ারম্যনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।