কোটা আন্দোলন ঘিরে দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পোশাক ক্রেতাদের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সোমবার (২৯ জুলাই) বিজিএমইর সভাপতি এস এম মান্নান কচির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে এবং তৈরি পোশাকখাতে এর প্রভাব এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের পদক্ষেপগুলো নিয়ে বাংলাদেশে অবস্থিত বিশ্বের নামী-দামী পোশাক ক্রেতা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় গত ১৮ জুলাই থেকে শুরু হওয়া অনাকাঙ্খিত পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে। শিল্পের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে এবং সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন রাখতে এই সভার আয়োজন করা হয়।
‘দেশের অস্থিতিশীল পরিস্থিতির শুরু থেকেই পোশাক শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের কাছে দ্রুততম সময়ে কারখানা চালু করা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ শিল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছিল বিজিএমইএ। পরবর্তীতে সেই অনুরোধের প্রেক্ষিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় দ্রুততম সময়ে কারখানা চালু হয়। এ ছাড়া এ পরিস্থিতিতে ইন্টারনেট ও বন্দর পরিষেবা দ্রুত চালু করার বিষয়েও সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের পরিস্থিতি দেশের পোশাক খাতসহ পুরো অর্থনীতিতেই আঘাত হেনেছে। পরিস্থিতিতে সবদিক পর্যবেক্ষণ করে, যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিদেশি ক্রেতাদের আশ্বস্ত করা হয়েছে। সেইসঙ্গে চলমান পরিস্থিতিতে পোশাক কারখানাগুলোর প্রতি সহানুভূতিশীল থাকার জন্য ক্রেতাদের আহ্বান জানানো হয়।