ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মাতৃমৃত্যুর হার নেমেছে হাজারে ১.৭৬ জনে

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৭ জুন ২০১৮ , ০৩:৩১ পিএম


loading/img

জনমুখী স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রভাবে ২০১৬-১৭ অর্থবছরে মাতৃমৃত্যুর হার ১.৭৬ জনে (প্রতি হাজার জীবিত জন্মে) নেমে এসেছে। জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

বাজেট আলোচনায় মন্ত্রী বলেন, ২০০৯ সালে এ হার ছিল ২.৫৯। বর্তমানে এক বছরের কম বয়সী শিশুদের মধ্যে পূর্ণ টিকা গ্রহণের হার ৮২.৩ শতাংশ, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর হার ৯২ শতাংশ। টিকাদান কর্মসূচির ব্যাপ্তির ফলে কমে এসেছে শিশুমৃত্যুর হার। বর্তমানে শিশুমৃত্যুর হার প্রতি হাজার জীবিত জন্মে ২৮ জন, ২০০৯ সালে যা ছিল ৩৯ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য খাতের বিভিন্ন রকমের উন্নয়নের খবরের কথা জানিয়ে তিনি বলেন, বিগত দশবছরে দেশে বেশ কয়েকটি নতুন হাসপাতাল নির্মাণ করা হয়েছে। একইসাথে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে শয্যাসংখ্যা ও অন্যান্য চিকিৎসা অবকাঠামোর ব্যাপক সম্প্রসারণ হয়েছে। এছাড়া, অটিজম, স্নায়ু বিকাশজনিত রোগ, এপিলেপসি প্রভৃতি চিকিৎসার জন্য আমরা ১৫টি শিশু বিকাশ কেন্দ্র প্রতিষ্ঠা করেছি, ১৯টি হাসপাতালকে নারীবান্ধব হিসেবে ঘোষণা করেছি।

কেএইচ/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |