চুরি হওয়া সঞ্চয়পত্র লেনদেন না করার নির্দেশ
জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে চলতি মাসের ৪ তারিখে জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, ঝালকাঠির কাছে সরবরাহ করা বিভিন্ন প্রকল্পের সঞ্চয়পত্র হারিয়ে গেছে। ঘটনাটি ঘটে সদরঘাট টার্মিনাল ভিআইপি গেট থেকে। চুরি বা হারিয়ে যাওয়ায় সঞ্চয়পত্রগুলো বাতিল করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে সম্প্রতি প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়।
-----------------------------------------------------------
আরও পড়ুন : ২০২০ সালের মধ্যে ৯৯ লাখ কর্মসংস্থান: প্রধানমন্ত্রী
-----------------------------------------------------------
সঞ্চয়পত্রগুলো যাতে সরকারি/বেসরকারি কোনও ব্যাংক হতে কেউ কোনও ধরনের লেনদেন করতে না পারে এবং জালিয়াতি বা অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সর্বাত্মক সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সকল অফিস, তাদের সংশ্লিষ্ট বিভাগ এবং সকল তফসিলি ব্যাংকের সকল শাখা অফিসকে অবহিত করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাতিলকৃত সঞ্চয়পত্রগুলোর তালিকা নিম্নরুপ :
আরও পড়ুন :
এসআর/পি
মন্তব্য করুন