• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকার বাইরের শ্রমিকদের আসা দরকার নেই: বিজিএমইএ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ এপ্রিল ২০২০, ১৭:১৬
ঢাকার বাইরের শ্রমিকদের আসা দরকার নেই বিজিএমইএ
ফাইল ছবি

ঢাকার বাইরে যেসব পোশাক শ্রমিক আছেন তাদের এখন ঢাকায় আসার দরকার নেই। তাদের বেতন পৌঁছে দেয়া হবে। আজ বুধবার বিজিএমইএ এর হোয়াটঅ্যাপ গ্রুপে এ আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, যেহেতু সরকার ঢাকার আশপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে কারখানা খোলার অনুমতি দিয়েছে, তাই ঢাকার বাইরে থেকে কোনও পোশাক শ্রমিককে ঢাকায় না আসার জন্য বলা হলো।

গতকাল মঙ্গলাবার পোশাক মালিকদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকার ভেতরে অবস্থানরত শ্রমিক দিয়েই সীমিত আকারে পোশাক কারখানা চালাতে হবে। ঢাকার বাইরে থেকে আপাতত গার্মেন্টস কর্মীরা আসতে পারবে না। যেসব কারখানা চালবে তারা স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে চলবে। মন্ত্রীর এই বক্তব্যের পর আজ সংগঠণটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হলো।

এর আগে, গত ২৭ এপ্রিল বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর পক্ষ থেকে একই ধরনের ঘোষণা দেয়া হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দিইনি : স্বরাষ্ট্রমন্ত্রী
‌‘সবকিছুতেই ফেল করে বিএনপি দ্বারে দ্বারে ঘুরছে’
শ্রীপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
X
Fresh