• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঈদের আগে খুলছে না স্বর্ণের দোকান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মে ২০২০, ১৫:৩৫
ঈদের আগে খুলছে না স্বর্ণের দোকান
ফাইল ছবি

দেশে করোনাভাইরাস পরিস্থিতি ও দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে ঈদুল ফিতর পর্যন্ত দেশব্যাপী স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

আজ বৃহস্পতিবার (৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ দোকান সমিতির নেতা ও মালিকদের সঙ্গে টেলি কনফারেন্সের মাধ্যমে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে কোনও মার্কেটে কোনেও জুয়েলারি দোকান খোলে, তাহলে তার দায়ভার সেই জুয়েলার্স মালিককেই বহন করতে হবে। এ সংক্রান্ত কোনও জটিলতার জন্য বাজুস দায়ভার নেবে না।

এছাড়া বিজ্ঞপ্তিতে প্রাচীন ও সম্ভাবনাময় এ শিল্পকে বাঁচিয়ে রাখতে ক্ষুদ্র, মাঝারি, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্বর্ণ শিল্পীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
X
Fresh