• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নকল ‘স্যাভলন’ ব্র্যান্ডের পণ্য থেকে সতর্ক থাকার অনুরোধ

সংবাদ বিজ্ঞপ্তি

  ২৪ মে ২০২০, ১৬:৪৭
Beware counterfeit ‘Savlon’ brand products
‘স্যাভলন’ ব্র্যান্ডের নকল পণ্য মজুত রাখায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করেন

করোনাভাইরাসের মহামারীর এই সময়ে নিজের ও প্রিয়জনদের স্বাস্থ্য সুরক্ষায় মানহীন ও ক্ষতিকারক পণ্য না কিনতে ক্রেতাদের অনুরোধ জানিয়েছে এসিআই লিমিটেড।

আজ রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের মহামারীর এই সময়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এসিআই লিমিটেডের পণ্য ‘স্যাভলন’ ব্র্যান্ডের নামের মত করে বিভিন্ন নকল পণ্য বাজারজাত করার চেষ্টা করছে।

‘তাই নিজের ও প্রিয়জনদের স্বাস্থ্য সুরক্ষায় এসব মানহীন ও ক্ষতিকারক পণ্য ক্রয় করা হতে বিরত থাকুন এবং শুধুমাত্র এসিআই স্যাভলন এন্টিসেপটিক লিকুইডের আসল প্যাক ও রেজিস্টার্ড ট্রেডমার্ক দেখে কিনুন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কঠিন সময়ে দেশের মানুষের কাছে জীবাণুনাশক পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী ‘স্যাভলন’ ব্র্যান্ডের নামের মত করে বিভিন্ন মানহীন, নকল পণ্য বাজারজাত করার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে স্যাভ্লো, স্যাভ্লি, কোভ্লন, স্যাল্ভন ইত্যাদি বিভিন্ন নকল ব্যান্ড।