• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছয়দিন পর ব্যাংক খুলেছে আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মে ২০২০, ১১:১১
The bank opened today after six days
ছয়দিন পর ব্যাংক খুলেছে আজ

ঈদে টানা ছয়দিন বন্ধ থাকার পর আজ বুধবার (২৭ মে) খুলেছে ব্যাংক। তবে করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলমান থাকায় সীমিত আকারে লেনদেন হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

এর আগে শবে কদর, সাপ্তাহিক ও ঈদুল ফিতরের ছুটির কারণে গত বৃহস্পতিবার (২১ মে) থেকে ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং রপ্তানি বিল কেনার জন্য গত শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে ) শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা ছিল।

এদিকে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে দেশে গত ২৬ মার্চ থেকে টানা ছুটির কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমেছে। কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন নানা শ্রেণী-পেশার মানুষ। ফলে ৩০ মে’র পর ছুটি আর নাও বাড়তে পারে।
পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
অর্ধশতাধিক কর্মকর্তা একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
X
Fresh