• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুই মাস পর খুলল শেয়ারবাজার, সূচক ঊর্ধ্বমুখী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মে ২০২০, ১৭:১৩
The stock market opened two months later, the index is upward
ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতির কারণে টানা ৬৬ দিন দুই পুঁজিবাজার বন্ধ থাকার পর আজ রোববার (৩১ মে) থেকে লেনদেন আবারও শুরু হয়েছে।

দিনের শুরুতে লেনদেনের সূচক ঊর্ধ্বমুখী হলেও পরে কিছু সময়ের জন্য তা নিম্নমুখী হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত দিনশেষে সূচক বেড়েছে দুই পুঁজিবাজারেই।

এদিকে বাজারে বিনিয়োগকারীরা উপস্থিতি না হয়ে মোবাইলে বেশি লেনদেন করেছেন বলে ব্রোকারেজ হাউজগুলো থেকে জানানো হয়েছে।

আজ দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫২ পয়েন্ট। এখন সূচক বেড়ে ৪ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এসই’র শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৯৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৫ পয়েন্টে উন্নীত হয়েছে।

আজ ডিএসইতে ৩৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ৬৮টির এবং ১৯৫টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল। দিনশেষে ডিএসইতে ১৪৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে এর পরিমাণ ২০৪ কোটি ৮৪ লাখ টাকা কম।

অন্যদিকে শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচক বেড়েছে। সিএসই‘র সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ১৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৬৯ পয়েন্টে। এদিন সিএসইতে ১০৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। লেনদেনে অংশ নেয়া এসব প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ২৪টির এবং ৫৪টির দাম অপরিবর্তিত ছিল। দিনশেষে সিএসইতে মাত্র ৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেক্সিমকোর ২৬২৫ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন
ডিএসইসির সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর
রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি
সাব-এডিটরস কাউন্সিলের ফ্যামিলি ডে অনুষ্ঠিত
X
Fresh