• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৯৯৯ এর কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো ইভ্যালি

আরটিভি অনলাইন

  ২২ মে ২০২০, ২০:০২
৯৯৯, স্বাস্থ্য সুরক্ষা, ইভ্যালি
সুরক্ষাসামগ্রী হস্তান্তর করার মুহূর্ত।

করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে অনেকেই সম্মুখপানের যোদ্ধা হিসেবে কাজ করছেন। পরিবার-পরিজনকে ঠিকমতো সেবা দিতে না পারলেও ঠিকই মানুষের সেবায় কাজ করছেন। এসব মানুষদের কথা ভেবে এবার এগিয়ে এলো ইভ্যালি। ৯৯৯ এর কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে তারা।

জাতীয় জরুরি সেবা সহায়তা কেন্দ্র ৯৯৯ এ দায়িত্বপালনরত সদস্যদের জন্য ৪৯০ প্যাকেট ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে ইভ্যালি কর্তৃপক্ষ। বিভাগে কর্মরত সদস্যদের জন্য উপহার হিসেবে দেওয়া এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে আছে পিপিই, ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, থার্মোমিটার ইত্যাদি।

ইভ্যালি কর্তৃপক্ষ আরটিভি অনলাইনকে জানান, এই দুর্যোগকালীন মুহূর্তে চিকিৎসক এবং গণমাধ্যমকর্মীদের মতো পুলিশ বাহিনীর সদস্যরা সামনের সারিতে থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে। তাদের জন্য ইভ্যালির সীমিত সক্ষমতার মধ্যে থেকে উল্লেখিত সামগ্রীগুলো আমরা উপহার হিসেবে প্রদান করছি। আমরা আশা করছি, এর মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আরও অনুপ্রাণিত বোধ করবে।

জিএ