আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে মোজো ও ক্লেমন নিয়ে এলো সিপি (কনজ্যুমার প্রাইস) ক্যাম্পেইন। মূলত গ্রাহকের ঈদ আনন্দ বাড়াতে এই বিশেষ আয়োজন।
প্রতিবারের মতো আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড এবারের ঈদেও নিয়ে এসেছে উপভোগ্য ঈদ ক্যাম্পেইন। এবারের ঈদ ক্যাম্পেইন 'এখন ২ লিটারের মোজো ও ক্লেমন এর অবিশ্বাস্য ঈদ আয়োজন'। বরাবরই বর্তমান প্রজন্মের কথা বিবেচনা করে ঈদ উৎসব ও আনন্দকে আরও মুখরিত করতে এই আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি।
বর্তমান মূল্যের উপরে থাকছে এই বিশেষ ছাড়। অফারটি ১৫ জুলাই থেকে শুরু হয়ে চলবে পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত। এখন মোজো’র ২ লিটার বোতল পাওয়া যাবে ৬০ টাকায়, যা আগে ছিল ১০০ টাকা। এছাড়া ক্লেমনের ২ লিটার বোতল পাওয়া যাবে ৬০ টাকায়, যা আগে ছিল ১০০ টাকা। আর মোজো’র ১ লিটার বোতল পাওয়া যাবে ৪০ টাকায়, যা আগে ছিল ৬০ টাকা। ক্লেমনের ১ লিটার বোতল পাওয়া যাবে ৪০টাকায়, যা আগে ছিল ৬০ টাকা।
দেশের এই কঠিন পরিস্থিতিতেও সবাইকে ঈদের খুশি ভাগাভাগি করার সুযোগ করে দিয়েছে মোজো ও ক্লেমন। এবারের ক্যাম্পেইনের মধ্য দিয়ে মোজো ও ক্লেমন একই সাথে সবার মাঝে ঈদের উন্মাদনা ও আনন্দ ছড়াবে। গ্রাহকরা ঘরে বসেই আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড-এর অনলাইন প্ল্যাটফর্ম আলাদিন এবং দারাজ থেকে মোজো ও ক্লেমন কিনে এই অফার উপভোগ করতে পারবেন।
এ প্রসঙ্গে আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড-এর হেড অব মার্কেটিং মাইদুল ইসলাম বলেন, দেশের এই কঠিন পরিস্থিতিতেও সবাইকে ঈদের খুশি ভাগাভাগি করার সুযোগ করে দিতেই মোজো ও ক্লেমনের এই আয়োজন। এবারের ঈদ ক্যাম্পেইনে থাকছে ২ লিটারের মোজো ও ক্লেমন এর অবিশ্বাস্য ছাড়, যা আমাদের গ্রাহকের ঈদ আনন্দ বাড়িয়ে ঈদের প্রতিটি মুহূর্তকে আরও মুখরিত করে তুলবে।
বিজ্ঞপ্তি।
জিএ