সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভিতরে কর্মসূচি সম্পন্ন করে সড়ক অবরোধ করেছেন তারা। এদিকে বিশৃঙ্খলা এড়াতে সিলেট-সুনামগঞ্জ সড়কের দুপাশে পুলিশ, সিআরটি ও ডিবি পুলিশ শক্ত অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এর আগে, বিকেল ৪টার দিকে প্রধান ফটকের বাধা পেরিয়ে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
এ সময় ‘কোটা না মেধা, মেধা মেধা’, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘আমি কে তুমি কে, রাজাকার রাজাকার’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আমরা এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। আমাদের আন্দোলনে ঢাবি, জাবি, চবি ও বেরোবিসহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ও পুলিশ হামলা করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কোনোভাবেই থামানো যাবে না। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তি নিশ্চিত করা হোক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ হামলা করার সাহস কীভাবে পেল। হামলা, মামলা দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফেরানো যাবে না।