শাবিপ্রবির আবাসিক হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৭ জুলাই ২০২৪ , ১০:২২ পিএম


শিক্ষার্থী
ছবি: আরটিভি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল দখলে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র (পিস্তল, রিভলবার, রামদা ও চাকু ইত্যাদি), গাজা ও মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে অছাত্র, বহিরাগত বাহির ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এবং সাধারণ শিক্ষার্থীদের হলে আবাসন নিশ্চিত করতে এ অভিযান চালান আন্দোলনকারীরা।

অভিযান চালানোর পর হল প্রশাসন বরাবর লিখিত স্টেটমেন্টে সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা শাহপরাণ হলের ছাত্রলীগের দখলকৃত রুমগুলো তল্লাশি চালিয়ে ১টি রিভলবার, ১টি শর্টগান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র ও ১০০টিরও অধিক মদের বোতল উদ্ধার করেছি। হলের  ২১০, ২১১, ২১৪, ৪২৩, ৪২৪ ও ৪২৯ নম্বর কক্ষসহ আরও কয়েকটি কক্ষ থেকে এসব উদ্ধার করা হয় বলে জানান শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

অভিযানের পর সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীরা এসব অবৈধ সরঞ্জাম উদ্ধার করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের খতিয়ে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এসব অস্ত্র ও মাদক আনয়নকারীদের আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ এবং হলে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে শাহপরাণ হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক স্থপতি কৌশিক সাহা বলেন, শিক্ষার্থীরা হল থেকে এসব অবৈধ সরঞ্জাম উদ্ধার করেছে। এগুলো আমাদের কাছে হস্তান্তর করেছে। কে বা কারা এইসব হলে নিয়ে এসেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তা তদন্ত সা পেক্ষে বের করবে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission