‘কোর্স আউট’ প্রথা বাতিল করল বিএসএমএমইউ

আরটিভি নিউজ

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ , ০৮:২৬ পিএম


বিএসএমএমইউ
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বাতিল করা হলো ‘কোর্স আউট’ প্রথা। একই সঙ্গে যোগ হয়েছে ‘ক্যারি অন’ প্রথা।

বিজ্ঞাপন

সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিললুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পৃথক দুটি নোটিশে এ তথ্য জানানো হয়েছে। 

জানুয়ারি-২০২৫ সেশনের নন-রেসিডেন্সি এমফিল, এমএমইডি, ডিপ্লোমা এবং নন-রেসিডেন্সি এমডি ও এমএস কোর্সে পরীক্ষার আবেদন ফরম পূরণে পৃথক নোটিশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিলের ৭২তম সভায় সিদ্ধান্ত মোতাবেক ‘কোর্স আউট’ প্রথা বাতিল করা হয়েছে। সব যোগ্য প্রার্থী জানুয়ারি ২০২৫ সেশনে কোর্স পরীক্ষায় জরিমানা ছাড়া নির্ধারিত ফি দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

কোনো পরীক্ষার্থী ক্যারি অন প্রথায় প্রথম ও দ্বিতীয় পর্বে একই শিক্ষাবর্ষে একত্রে পরীক্ষায় অংশ নিতে চাইলে তাকে প্রতি পর্বের জন্য পৃথক পৃথক আবেদন ফরম পূরণ করে কোন কোন পত্রে অবতীর্ণ হবেন, তা উল্লেখ করতে হবে। প্রতি পর্বের জন্য পৃথকভাবে নির্ধারিত ফি (অফেরতযোগ্য) জমা দিতে হবে।

অভিযোগ রয়েছে, বিগত সময়ে উচ্চ শিক্ষার কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের নানাভাবে কোর্স আউট করে দেওয়া হতো। তাদের ইচ্ছা করে ফেল করানোরও পাশাপাশি কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। পরে তাদের কোর্স থেকে আউট করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এর পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর একাডেমিক কাউন্সিলের সভা চলাকালে কোর্স আউটের শিকার চিকিৎসকরা দাবি জানালে এ প্রথা বাতিল করা হয়।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission