রাবিতে সব ধর্মের ঐক্য ও সম্প্রীতি সমাবেশ

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ১২:৩৬ পিএম


রাজশাহী বিশ্ববিদ্যালয়
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃষ্টান, ক্ষুদ্র-নৃগোষ্ঠী এবং বিদেশি শিক্ষার্থীসহ সকল ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত ঐক্যে শপথ পাঠ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ‘সম্প্রীতি মঞ্চে’র ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে রাবি উপাচার্য ড. সালেহ হাসান নকীব এই শপথ বাক্য পাঠ করান।

এ সময় তিনি বলেন, আমাদের এমন কোনো অনুষ্ঠান করা প্রয়োজনই পড়েনি। কিন্তু কিছু কুচক্রী মহলের কারণে আমাদের এ রকম প্রোগ্রাম করতে হচ্ছে। এ শপথ বাক্যকে বুকে ধারণ করাতে হবে এবং মনে-প্রাণে বিশ্বাস করতে হবে। এখানে বিদেশিদের খোঁচাখুঁচিতে কোনো কাজ হবে না।

বিজ্ঞাপন

রাবি ডিভিএম বিভাগে পড়ুয়া নেপালের এক শিক্ষার্থী ডা. সানি কুমার দাস বলেন, সাত বছর হয়ে গেছে আমার বাংলাদেশে আছি। বাংলাদেশ আমার খুবই ভালো লাগে। সুন্দর একটা দেশ। বাংলাদেশের মানুষ এতো কো-অপারেটিভ, আমি প্রথমে বাংলা বলতে পারতাম না কিন্তু এখন আমার নেপালি ভাষার থেকেও বাংলাটা ইজি মনে হয়।

তিনি বলেন, ধর্ম নিয়ে বিভিন্ন দেশ যেমন, পাকিস্তান, ভারতে হিন্দু-মুসলিম নিয়ে ঝগড়া হয়। কিন্তু বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে কোনো ঝামেলা হয় না। 

উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান (শিক্ষা) বলেন, বর্তমান এই ধরনের সম্প্রীতি অনুষ্ঠান খুবই দরকার ছিল। আমরা ধর্মের ভিত্তিতে চলাফেরা করি না; বরং বাঙালি হিসেবে চলাফেরা করি। বাঙালি হলো আমাদের মূল পরিচয়। আমাদের ওপর কেউ যদি কোনো ধরণের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে আমরা তা শক্ত হাতে রুখে দেব।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission