মধ্যরাতে শিক্ষার্থীদের আলটিমেটাম

আরটিভি নিউজ

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ , ০৪:১১ এএম


মধ্যরাতে শিক্ষার্থীদের আলটিমেটাম
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এক পোস্টে প্রকাশ্যে ‘লাল সন্ত্রাস’ ঘোষণা দেওয়া ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মেঘমল্লার বসুকে ‘লাল সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে হলপাড়া থেকে মিছিল শুরু করে শতাধিক শিক্ষার্থী। পরে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে শুক্রবার রাতে অস্ত্র হাতে তুলে নিয়ে লাল সন্ত্রাস কায়েমের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। তার ওই পোস্টের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, যেখানে আমরা প্রতিনিয়ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি সেখানে প্রকাশ্যে ফেসবুকে লাল সন্ত্রাসের ঘোষণা দিচ্ছেন মেঘমল্লার বসু। সন্ত্রাসী মেঘমল্লারা এই রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি। আমরা চব্বিশ ঘণ্টার মধ্যে এই সন্ত্রাসী মেঘমল্লার বসুকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে গত কয়েকদিনের বিশৃঙ্খলার ঘটনায় এই সন্ত্রাসীর কোনো হাত আছে কি না তা খতিয়ে দেখার দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

কেউ যদি সন্ত্রাসের চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিষদাঁত ভেঙে ফেলবে জানিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, দেশে যখনই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় খেয়াল করলে দেখবেন তার পেছনে এই লাল সন্ত্রাসীদের হাত রয়েছে। তারা যুগ যুগ ধরে লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে এবং দিবালোকে মানুষকে হত্যা করেছে। তারা সেই লাল সন্ত্রাসকে পুনরায় কায়েম করতে চায়। এখন ডাকসু হলে ২টা ভোটও পাবে না, তাই আজকে তারা এমন সন্ত্রাস কায়েমের চেষ্টা করছে। যার ফলশ্রুতিতে তারা সেন্ট্রাল লাইব্রেরির পাশের দেওয়ালে শিরাজ সিকদারের গ্রাফিতি এঁকেছে। 

‘লাল সন্ত্রাস’ ঘোষণা দেওয়া ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মেঘমল্লার বসুকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে দাবি করে এ বি জোবায়ের বলেন, এনসিটিবির ঘটনার পর একটা গ্রুপ অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। সেদিন যাদের মদদে হামলা হয়েছে তারাই আজকে লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে। আজকে লাল সন্ত্রাসের ঘোষণা প্রকাশ্যে জঙ্গিবাদের ঘোষণা। যারা লাল সন্ত্রাসের ঘোষণা দিয়ে দেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খারাপ করতে চাচ্ছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসীদের কখনও সুযোগ দেবে না জানিয়ে সূর্যসেন হলের শিক্ষার্থী আজিজুল হক বলেন, এই বামেরা গত ১৬ বছর আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে। ছাত্রদল, শিবিরের ওপর হামলা করেছে। আপনারা কি এই লাল সন্ত্রাসীদের আবার সুযোগ দিবেন? আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এমন সন্ত্রাসীদের পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে দেবো না।   

বিজ্ঞাপন

স্বাধীনতার পরে প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে লাল সন্ত্রাসের হাত ছিলো মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, বিগত বছরগুলোতে ছাত্রলীগ তাদের অনুগতদের রাজনীতি করার সুযোগ দিয়েছে। সেজন্য এই বামেরা এখনও আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করে যাচ্ছে। কিছুদিন আগে ক্যাম্পাসের নিরাপত্তা ঠিক করতে উদ্যানের গেট বন্ধ করে দিলে বামেরা এর বিপক্ষে কথা বলে। গতকালও তারা প্রক্টর স্যারের সঙ্গে চরম মাত্রার বেয়াদবি করেছে। আজকে তারা প্রকাশ্যে লাল সন্ত্রাসের ঘোষণা দিয়েছে। ৯২ সালের ডাকসু বন্ধের পেছনেও এই লাল সন্ত্রাসীদের হাত ছিলো। আমরা এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ লাল সন্ত্রাসী মেঘমল্লার বসুকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাই। 

সমাবেশ শেষে সেন্ট্রাল লাইব্রেরি এলাকায় সিরাজ সিকদারের গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করেন এবং গ্রাফিতি মুছে ফেলে শিক্ষার্থীরা- ‘লাল সন্ত্রাসের গদিতে, আগুন জ্বালো একসাথে’; ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট একশান’; ‘লাল সন্ত্রাসের/শাহবাগীদের/ গাজাখোরদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান’; ‘লাল সন্ত্রাসের চামড়া, তুলে নেবো আমরা’; ‘লাল সন্ত্রাসের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’; ‘উদ্যানের গাঁজাখোর, উদ্যানে ফিরে যা’; ‘মেঘমল্লারের দুই গালে, জুতা মারো তালে তালে’; ‘হৈ হৈ রৈরৈ  মেঘমল্লার গেলি কই’; ‘জঙ্গি বসুর ঠিকানা এ ক্যাম্পাসে হবে না’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission