রাবিতে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, প্রতিবাদে সড়ক অবরোধ

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ , ১০:১৭ পিএম


রাবিতে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, প্রতিবাদে সড়ক অবরোধ
ছবি : আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রাজশাহী-নাটোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট এলাকায় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেন।

টায়ার জ্বালিয়ে স্লোগান দেওয়ার এক পর্যায়ে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাস ও আশপাশের এলাকায়। প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পর আন্দোলনকারীরা পরদিন শনিবার সকালে পুনরায় আন্দোলনের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে এক মেয়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন শিমুল নামের এক কলেজ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টহল টিম সেখানে উপস্থিত হলে, শিমুল মোটরসাইকেলে মেয়েটিকে নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন।

ধাওয়ার একপর্যায়ে মোটরসাইকেল থেকে পড়ে যান শিমুল ও তার সঙ্গী। শিমুলকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে অভিহিত করছে। তবে তারা দাবি করেন, ঘটনাটি দুর্ঘটনা নাকি শিমুল কারও দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে, প্রক্টোরিয়াল বডির সংশ্লিষ্ট সদস্যদের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, শিমুলের মৃত্যুর ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। শিমুলের সঙ্গে থাকা মেয়েটিকে ভিক্টিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

এ দিকে আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission