ঢাকাসোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

২১ মার্চের পর জবির ভর্তি পরীক্ষার ফল   

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ০৩:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার নধ্য দিয়ে শুরু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এ ভর্তি পরীক্ষা শুরুর এক মাস পার হলেও এখনো কোনো ইউনিটের ফল প্রকাশ করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন। 

পরীক্ষা শুরুর দিন, পরীক্ষা অনুষ্ঠিতে ১৫ দিনের মধ্যে ফল প্রকাশের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আগামী ২১ তারিখ উপাচার্য দেশে ফেরার পর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ দিকে গত ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এ ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা। ‘সি’ ইউনিট ব্যাবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৮ ফেব্রুয়ারি। এ দুই ইউনিটের পরীক্ষারও অর্ধ মাস পার হওয়ার পরও ফল প্রকাশ হয়নি। 

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সানজিদা ফারহানা বলেন, ফলাফলের সকল কাজ সম্পূর্ণ হয়েছে। উপাচার্য স্যারের স্বাক্ষর হলেই প্রকাশ করা হবে। তিনি এখন দেশের বাইরে আছেন। ২১ তারিখ দেশে ফিরলে মিটিংয়ে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন বলেন, উপাচার্য স্যার দেশের বাইরে আছেন। তিনি ২১ তারিখ দেশে ফিরবেন। তিনি ফেরার দুএকদিনের মধ্যেই ফলাফল প্রকাশ হবে। কলা ও আইন অনুষদ ‘বি’ ইউনিট এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিটের ফল আগে প্রকাশ করা হবে। তবে আমরা চেষ্টা করবো সকল ইউনিটের ফল একসঙ্গে প্রকাশ করতে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |