সাম্য হত্যায় শোক পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ০১:১১ পিএম


সাম্য হত্যায় শোক পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে অর্ধদিবসের জন্য স্থগিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা। এই অবস্থা চলবে দুপুর ১টা পর্যন্ত। 

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাস অনেকটা শুনশান নিরবতা বিরাজ করছে। বন্ধ রয়েছে শ্রেণিকক্ষও। 

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (১৪ মে) সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এ শোক পালনের ঘোষণা দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। 

তার আগে তিনি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রধান প্রকৌশলী ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিশ্ববিদ্যালয় চত্বরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। 

উপাচার্য জানান, নিরাপত্তার স্বার্থে রাজু ভাস্কর্যের পেছনের প্রবেশপথটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এরইমধ্যে আজ সকালে গেটটি বন্ধের কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission