নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০১:৩১ এএম


নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
ছবি: আরটিভি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

এনইউবির ভাইস চ্যান্সেলর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউজিসি মনোনীত এনইউবির সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুরুন আখতার, এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য হালিমা সুলতানা জিনিয়া, লাবিবা আব্দুল্লাহসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

সভায় ৩৯তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী ও ৩৮তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। এ ছাড়া নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের তালিকা অনুমোদন করা হয়। নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কমিটি পুনর্গঠন ও অনুমোদন করা হয়। অর্থ কমিটির সভার কার্যবিবরণী এবং কেন্দ্রীয় পরীক্ষা কমিটি (সিবিই) সভায় অনুমোদিত গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ফলাফল পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission